দেশে করোনায় একদিনে আরো ৩৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৬ হাজার ৫৮০ জন।
শনিবার (২৮ নভেম্বর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনায় একদিনে আরো ২০ জন মারা গেছেন।
শনিবার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯০৮ জন।। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন হল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ২০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে বিশ্বে প্রাণঘাতী করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ১৫ লাখ ছাড়িয়েছে। করোনায় বিশ্বে প্রাণ হারিয়েছেন ১৪ লাখ ৪১ হাজারের বেশি মানুষ।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) সকাল আটটা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ৫৩১ জন। এ সময়ে বিশ্বে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ১৪ লাখ ৪১ হাজার ৩৩৫ জন।
এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৪৩৩।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ২৬৮। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৬৪ হাজার ৮৪২ জন।
ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ লাখ ৯ হাজার ৭৮৭। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৭১৫ জন।
ব্রাজিলের অবস্থান তৃতীয়। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬২ লাখ ৪ হাজার ২২০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ৯৭৪ জন।
মানবকণ্ঠ/এইচকে