খুলনা ব্যুরো : খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত শনিবার খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতালের মুখপাত্র ডা. ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী দুজন হলেন- পিরোজপুর সদরের ডুমুর তলা গ্রামের রতিন্দ্র নাথ সাহার ছেলে অতুল কৃষ্ণ সাহা (৬৫) এবং খুলনা মহানগরীর মুজগুন্নীর আতাউল হকের ছেলে কাজী মোয়াজ্জেম হোসেন (৭৯)।
ডা. ফরিদ উদ্দিন আহমেদ জানান, পিরোজপুরের অতুল ২৮ নভেম্বর করোনা পজিটিভ হিসেবে করোনা হাসপাতালে ভর্তি হন। এখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর দিনগত রাত সোয়া ১২টায় মারা যান তিনি। আর মুজগুন্নীর মোয়াজ্জেম ২৮ নভেম্বর করোনা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৯ নভেম্বর সকাল ৯টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি।
মানবকণ্ঠ/এসকে