প্রাণঘাতী করোনার ভ্যাকসিন আমদানি করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেখান থেকে কম পয়সায় পাব, সেখান থেকেই আমরা করোনার ভ্যাকসিন নেব।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মহামারি করোনা মোকাবিলায়, মানুষের জীবন বাঁচাতে আমরা সর্বচ্চ গুরুত্ব দিয়েছি। করোনা মোকাবিলায় পানির মতো টাকা খরচ হয়েছে। টাকার দিকে তাকাইনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক দেশ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। আমাদের সঙ্গে যোগাযোগ করছে। যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাব, আমরা সেখান থেকেই ভ্যাকসিন নেব।
এ সময় করোনা মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সংসদ নেতা।
মানবকণ্ঠ/এইচকে