নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে আটটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া পঞ্চায়েত পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্র জানায় সেখানকার আলী হোসেনের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আটটি পরিবারের ১৮টি ঘর, নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রংপুরের তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
পরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ, খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুয়েল চৌধুরী।
মানবকণ্ঠ/এসকে